GREEN BYTES
                                
                            
                            
                    
                                
                                
                                May 18, 2025 at 09:09 AM
                               
                            
                        
                            সম্মানিত গ্রাহক,
অনুগ্রহ করে জানানো যাচ্ছে যে, আমরা বিএসসিসিএল থেকে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের মাধমে সম্প্রতি রক্ষণাবেক্ষণ এর  মেইল পেয়েছি। এনটিটিএন অপারেটর সি-মি-উই-৫ এর জরুরী রক্ষণাবেক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে নিচের সময় সূচী অনুযায়ী। এই বিষয়ে আপনার সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। 
কাজের সময় সূচি নিম্নরূপ:-
*কাজের ধরন:* জরুরী রক্ষণাবেক্ষণ কাজ
*রক্ষণাবেক্ষণের সময়কাল: *২৮ মে, ২০২৫ (সকাল ৬টা  থেকে  দুপুর ২টা) 
*দ্রষ্টব্য:* এই সময়ের মধ্যে সমস্ত সি-মি-উই ৫ সার্কিট বন্ধ  থাকবে। রক্ষণাবেক্ষণের সময় ইন্টারনেটের সব ধরণের (পরিষেবা) প্রভাবিত হবে। 
সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।