INTERNATIONAL YOUTH CHANGE MAKER
INTERNATIONAL YOUTH CHANGE MAKER
May 15, 2025 at 02:09 PM
“শিশু ও যুব অধিকার সচেতনতা বিষয়ক সার্ভে ২০২৫” সফলভাবে সম্পন্ন! আয়োজক: ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকার’স (IYCM) অংশগ্রহণ: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসহ দেশের নানা প্রান্তের শিশু ও যুবসমাজ। এই সার্ভের মাধ্যমে আমরা জেনেছি শিশু ও যুবকদের বাস্তব অভিজ্ঞতা, আশা, ও প্রত্যাশার কথা। শিক্ষা, মানবাধিকার, নিরাপত্তা, এবং মর্যাদাপূর্ণ জীবন সম্পর্কে তাদের চাওয়া আমাদেরকে নতুন করে ভাবিয়েছে। মূল যে বিষয়গুলো উঠে এসেছে: • রোহিঙ্গা শিশু-কিশোরদের শিক্ষার প্রতি গভীর আগ্রহ। তাদের দাবি— নতুন পাঠ্যক্রম, যা তাদের বাস্তবতাকে প্রতিফলিত করবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। মায়ানমারের পাঠ্যক্রমের ভিত্তিতে পরিচালিত পরীক্ষামূলক শিক্ষা কার্যক্রমে তারা আশাবাদী। • প্রত্যাবাসনের বিষয়ে তাদের অভিমত স্পষ্ট— স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সাথে ফিরতে চাই। শিক্ষা যদি মায়ানমারে একীভূত হওয়ার পথ তৈরি করে, তবে এই উদ্যোগ হবে ভবিষ্যতের ভিত্তি। • চ্যালেঞ্জগুলোও স্পষ্টভাবে উঠে এসেছে: বিশুদ্ধ পানি, নিরাপদ বাসস্থান, পুষ্টিকর খাদ্য, পর্যাপ্ত চিকিৎসা ও সম্মানের অভাব। প্রতি বছর প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে কক্সবাজারের ক্যাম্পে। এদের অধিকাংশের জীবনের শুরু হয় বাস্তুচ্যুতির মধ্য দিয়ে। তবে এসব সংকটের মাঝেও ছিল আশা, কৃতজ্ঞতা এবং অদম্য ইচ্ছাশক্তি। তাদের চোখেমুখে ছিল বাংলাদেশের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা। যে দেশ আশ্রয় দিয়েছে, শিক্ষা ও নিরাপত্তা দিয়েছে, আর স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে। IYCM প্রতিশ্রুতিবদ্ধ— শিশু ও যুব অধিকার রক্ষায় আমরা পাশে আছি। তাদের কণ্ঠস্বর বিশ্বদরবারে পৌঁছে দিতে আমরা কাজ করে যাব। #iycm #youthvoices #childrights #surveysuccess #changemakers #bangladeshyouth #rohingyaeducation #hopeforall
Image from INTERNATIONAL YOUTH CHANGE MAKER: “শিশু ও যুব অধিকার সচেতনতা বিষয়ক সার্ভে ২০২৫” সফলভাবে সম্পন্ন! আয়োজক: ...
❤️ 👍 😢 12

Comments