Bigyan.org.in (বিজ্ঞান)
Bigyan.org.in (বিজ্ঞান)
May 21, 2025 at 03:20 AM
প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও ভারতে Cosmology বা মহাবিশ্বতত্ত্ব গবেষণার অন্যতম পথিকৃৎ, অধ্যাপক জয়ন্ত বিষ্ণু নারলিকার (1938–2025), মঙ্গলবার, 20 মে 2025 তারিখে, 86 বছর বয়সে প্রয়াত হয়েছেন। বিজ্ঞান সমাজের জন্য এ এক অপূরণীয় ক্ষতি। তিনি ভারতের এক খ্যাতনামা জ্যোতিঃপদার্থবিদ্যা গবেষক তো বটেই, তিনি একজন শিক্ষক ও সর্বোপরি বিজ্ঞান এবং যুক্তিবাদী মানসিকতার এক নিরলস প্রচারক ছিলেন। জনসাধারণের জন্য বিজ্ঞান, কল্পবিজ্ঞান, রেডিও, টিভি সব মিলিয়ে উনি আপ্রাণ চেষ্টা করেছেন বিজ্ঞানকে সকলের কাছে পৌঁছে দিতে। এই পরিসরে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে চিরকাল । 2004 সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত অধ্যাপক নারলিকর পুনের আইইউসিএএ (IUCAA)( আয়ুকা নামে পরিচিত ) প্রতিষ্ঠানটি স্থাপন করেন ও ভারতে জ্যোতিঃপদার্থবিদ্যা গবেষণা ও শিক্ষার বিকাশে অসামান্য ভূমিকা পালন করেন। তাঁর গবেষণার বাইরেও অধ্যাপক নারলিকর ছিলেন এক অনন্য বিজ্ঞানপ্রচারক। তাঁর জনপ্রিয় বিজ্ঞান বই, প্রবন্ধ ও বক্তৃতা সাধারণ পাঠক ও ছাত্রছাত্রীদের জন্য জটিল বৈজ্ঞানিক ধারণাগুলিকে সহজবোধ্য করে তুলেছিল, এবং বহু প্রজন্মকে বিজ্ঞানের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। তিনি কুসংস্কার ও অপবিজ্ঞান বিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন। তিনি বিজ্ঞান জনপ্রিয়করণে আঞ্চলিক তথা মাতৃভাষার ব্যবহারকে অত্যন্ত গুরুত্ব দিতেন এবং নিজেই সেই কাজের অগ্রদূত ছিলেন। নিজের মাতৃভাষা মারাঠিতে তাঁর অনেক বিজ্ঞানধর্মী লেখা আছে । আমরা অধ্যাপক নারলিকর-এর প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। তাঁর করা একটি বৈজ্ঞানিক পরীক্ষার বাংলায় অনুবাদ বিজ্ঞানের পাতায় প্রকাশিত হয়েছিল 2018 সালে। নিচে সেই লেখার লিঙ্ক রইল । https://bigyan.org.in/2018/09/indian-astronomy-scientific-experiment/
🙏 👍 ❤️ 13

Comments