Bangladeshi Football Ultras
June 2, 2025 at 06:48 AM
আলট্রাসের কার্যক্রমকে অবমূল্যায়ন ও টিকিট ইস্যুতে কাঙ্ক্ষিত সমাধানের লক্ষ্যে আজ দুপুরে ৩ টা থেকে অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বসব আমরা। শান্তিপূর্ণ অবস্থান নিয়ে যতদিন বসা লাগবে বসব। লাশ হয়ে ফিরলে লাশ হয়ে ফিরব।
এটাই হবে শেষ চেষ্টা। আমরা আপনাদের অপেক্ষায় থাকব।
সময় ও জমায়েত এর স্থানঃ- দুপুর দুইটা, মতিঝিল মেট্রো স্টেশনের নিচে।
❤️
❤
👍
📞
20