Salafi Dawah Bangla
May 28, 2025 at 10:04 AM
*আবু মুহাম্মাদ আল-মাকদিসি ইসাম বারকাওয়ি: সুপরিচিত এক বিপ্লবী লেলিনবাদী তাকফিরির চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর সংক্ষিপ্ত আলোকপাত*
আল-মাকদিসি গাড়িতে মাতাল অবস্থায় পাওয়া (কুয়েতি) এক সৈনিকের ওয়ালেট ও অস্ত্র চুরি করেছিল। ফয়সাল আস-সাঈদ তাকে নিজ গাড়িতে করে ড্রাইভে নিয়ে যাওয়ার পর এ বিষয়ে জিজ্ঞেস করলে আল-মাকদিসি প্রথমে অস্বীকার করে, কিন্তু শেষে স্বীকার করে। যখন তাকে শরিয়াহর জাস্টিফিকেশন সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে এই অপরাধের পেছনে তার দলিল কী, এবং কোনো উত্তর না পেয়ে ফয়সাল তাকে বলেন, “তাহলে এটা তাদের ওপর তোমার নিজস্ব হুকুম ও ফাতওয়ার ভিত্তিতে”, এরপর আল-মাকদিসি জবাব দেয়, “কারণ সে তাগুত ও কাফির।” জিজ্ঞেস করা হয়েছিল কেন সে ঐ সৈনিককে তাকফির করলো, কিছুক্ষণ ঘোরানোর পর আল-মাকদিসি বললো, “তার সামরিক পোশাক এবং মদপানের কারণে।”
বিস্তারিত পড়ুন: https://www.salafidawahbangla.com/2025/05/a-glimpse-into-the-character-of-the-takfiri-leninist-abu-muhammad-al-maqdisi-isaam-barqawi.html
❤️
3