Salafi Dawah Bangla
Salafi Dawah Bangla
June 6, 2025 at 09:10 AM
*খাওয়ারিজদের (পথভ্রষ্ট জ/ঙ্গি) মতাদর্শ থেকে রক্ষা পাওয়ার নিয়ামাত* আবুল আলিয়াহ আর-রিয়াহি (رحمه الله) থেকে বর্ণিত, যিনি বলেছেন: নিশ্চয়ই, আমাকে দুটো নিয়ামাত দান করা হয়েছে। আমি জানি না দুটোর মধ্যে কোনটি শ্রেষ্ঠতর। একটি হলো, আল্লাহ আমাকে ইসলামে হিদায়াহ দিয়েছেন, আরেকটি তিনি আমাকে হারুরিয়্যাহদের (খাওয়ারিজ) অন্তর্ভুক্ত করেননি। [মুসান্নাফ আব্দুর রাযযাক আস-সানআনি, ১৮৬৬৭ নং] শাইখ আব্দুর রাযযাক আল-বদর: খাওয়ারিজদের মতাদর্শ থেকে আল্লাহ যাদেরকে হিফাযাত করেছেন তাদের সবার ওপর ওয়াজিব হলো এই মহা নিয়ামাতের জন্য আল্লাহর প্রশংসা করা এবং তাঁর প্রতি শুকরিয়া জ্ঞাপন করা। বিশেষ করে, আপনি যখন অতীত ও বর্তমানে তাদের তাকফির ও মুসলিমদের রক্ত ঝরানোর মতো বড়ো বড়ো অপরাধগুলো দেখতে পান। [al-badr.net] সোর্স: TROID https://www.troid.org/the-blessing-of-being-saved-from-the-ideology-of-the-khawarij-renegade-terrorists/
Image from Salafi Dawah Bangla: *খাওয়ারিজদের (পথভ্রষ্ট জ/ঙ্গি) মতাদর্শ থেকে রক্ষা পাওয়ার নিয়ামাত*  আবু...
❤️ 👍 3

Comments