
Govt Job Sambad
May 30, 2025 at 03:02 PM
প্রকাশিত হলো WB SSC পরীক্ষার নিয়মাবলী 🌎
১)সরকারি স্কুলের শিক্ষকদের জন্য অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নাম্বার থাকবে(Per Year 2 Number)
২) ৬০ নাম্বারের পরীক্ষা হবে ।
৩) ইন্টারভিউ ১০ নাম্বার ।
৪) শিক্ষাগত যোগ্যতা ১০ নাম্বার।
৫) ডেমোটিচিং ১০ নম্বর ।
৬) ভারতবর্ষের যে কোন নাগরিক আবেদন করতে পারবে।
৭) ওয়েটিং লিস্ট থাকবে তবে এক বছরের জন্য থাকবে।
৮)OMR sheet এ পরীক্ষা হবে ।
৯) নবম-দশম শ্রেণীতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে - গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনে ৫০ শতাংশ নাম্বার ।
১০) একাদশ দ্বাদশ শ্রেণীতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে পোস্ট গ্রাজুয়েশন সাথে ৫০ শতাংশ নাম্বার।
১১) আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৪০ বছর এর মধ্যে হতে হবে ।
১২) তবে বয়সে ছাড় পাবে S.T,SC,OBC ও শারীরিক প্রতিবন্ধীরা ।
১৩) আবেদন করতে গেলে B.Ed এ ৫০ শতাংশ নাম্বার থাকা বাধ্যতামূলক ।
১৪) কত ভ্যাকেন্সি আছে ওটা জানা যাবে ইন্টারভিউ এর আগে প্রকাশিত হবে ।
১৫) Upper Primary প্রাইমারি ক্ষেত্রে TET থাকছে ৪০ নাম্বার , আর পরীক্ষায় থাকছে ২৫ নাম্বার ।
১৬) নাম্বার বিভাজন টা এমন হচ্ছে- 🌎কেউ যদি ৬০ গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনে পায় তাহলে ১০ নম্বর একাডেমি স্কোর ।
🌎যদি ৫০- ৬০ শতাংশের মধ্যে নাম্বার পাই তাহলে ৮ ।
🌎 ৫০ শতাংশ নিচে পেলে ৬ নম্বর পাবে(একাডেমিক স্কোর ১০ এর মধ্যে)
১৭) ইন্টারভিউ তে ডাক পাবে ১:৬ অনুপাতে ।
১৮) যাদের দুর্নীতিতে নাম আছে কোর্টের দ্বারা তারা আবেদন করতে পারবে না ।
১৯) যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কোন সরকারি স্কুলে কন্টাকচুয়াল বা পার্মেন্ট পোস্টে রয়েছেন তারায় কেবলমাত্র অভিজ্ঞতার ভিত্তিতে যে ১০ নাম্বার আছে তার সুবিধা পাবেন ।
২০) আবেদন শুরু হবে ১৬/০৬/২০২৫ থেকে চলবে ১৪/০৭/২০২৫।
২১) পরীক্ষা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ।
২২) রেজাল্ট প্রকাশিত হবে অক্টোবরের চতুর্থ সপ্তাহ ।
২৩) ইন্টারভিউ হবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে ।
২৪) প্যানেল প্রকাশিত হবে ২৪/১১/২০২৫ ।
২৫) কাউন্সেলিং হবে ২৯/১১/২০২৫ ।
২৬) আবেদন এর জন্য Gen ,OBC - ৫০০ টাকা ,SC,ST- ২০০ টাকা ।
২৭) কোন গার্লস স্কুলে পুরুষরা আবেদন করতে পারবে না।