Abdul Zabbar
Abdul Zabbar
June 1, 2025 at 09:00 AM
মানুষ অন্যের দোষ খুঁজতে পছন্দ করে, আরেক জনের সামনে সেই দোষের বিষয়ে বলাও খুব পছন্দ করে। যদিও বা তা অন্যায়, ইসলাম এ বিষয়ে কঠোর ভাবে বিধি নিষেধ রয়েছে । কিন্তু সে ব্যক্তি কখনো ভাবে না যে তারও অনেক দোষ ক্রটি রয়েছে । এ ধরণের কাজে শয়তান কুমন্ত্রনা দেয় । প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি সেই যে অন্যের দোষ ত্রুটি না খুঁজে নিজের দোষ ত্রুটি চিহ্নিত করে তা শোধরানোর জন্য প্রাণপণ চেষ্টা করে। একজন ভাই-বোন দোষ ত্রুটিতে সম্পৃক্ত থাকলে তা থেকে তাকে সংশোধনে উত্তম পদ্ধতি ইসলামে রয়েছে। আল্লাহ আমাদের সহায় হোন।
👍 ❤️ 9

Comments