Abdul Zabbar
Abdul Zabbar
June 1, 2025 at 09:15 AM
উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ; আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই; নিত্য মৃত্যু-ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই! ওরা মরিবেনা, যুদ্ধ বাধিঁলে ওরা লুকাইবে কঁচুবনে, দন্তনখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে। -কাজী নজরুল ইসলাম
❤️ 17

Comments