Voice of 𝗗𝗼𝗰𝘁𝗼𝗿𝘀 ᴹᵃⁱⁿ
Voice of 𝗗𝗼𝗰𝘁𝗼𝗿𝘀 ᴹᵃⁱⁿ
May 19, 2025 at 08:05 AM
*স্নাতকোত্তর স্তরে উত্তীর্ণ ৮৭১ জন চিকিৎসক এখনও ‘সিনিয়র রেসিডেন্ট’ (SR) পদে যোগ দিতে পারেননি, যদিও তাঁদের কাউন্সেলিং প্রক্রিয়া অনেক আগেই সম্পূর্ণ হয়েছে।* রাজ্য স্বাস্থ্য দফতরের নিয়ম অনুযায়ী, স্নাতকোত্তর উত্তীর্ণদের তিন বছরের বন্ড পোস্টিং হিসেবে SR পদে নিযুক্ত হওয়ার কথা। অথচ প্রশাসনিক স্তরে অনুমোদন আটকে থাকায় তাঁরা এখনও কর্মহীন অবস্থায় রয়েছেন এবং বেতনও পাচ্ছেন না। *ওই চিকিৎসকদের একটি বড় অংশ আরজি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। সেই কারণেই অনুমোদন আটকে রাখা হচ্ছে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।* যদিও সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে, আন্দোলনের কারণে কোনও শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। চিকিৎসকদের মতে, তিন বছরের কঠোর প্রশিক্ষণের পর এখন তারা সেই দক্ষতা কাজে লাগাতে পারছেন না। আবার সরকারি বন্ডের বাধায় বাইরেও চাকরি করতে পারছেন না। এর ফলে তাঁদের কেরিয়ারে যেমন বড় ধাক্কা এসেছে, তেমনই জেলার বিভিন্ন মেডিক্যাল কলেজে শিক্ষক-চিকিৎসকের অভাব আরও প্রকট হয়েছে। *এতে সাধারণ রোগীদের পরিষেবাও ব্যাহত হচ্ছে।* সংবাদ সৌজন্যে: Anandabazar Patrika https://www.anandabazar.com/west-bengal/are-medical-students-who-were-active-in-rg-kar-case-protest-suffering-in-their-work-field-questions-arise-prnt/cid/1604383
Image from Voice of 𝗗𝗼𝗰𝘁𝗼𝗿𝘀 ᴹᵃⁱⁿ: *স্নাতকোত্তর স্তরে উত্তীর্ণ ৮৭১ জন চিকিৎসক এখনও ‘সিনিয়র রেসিডেন্ট’ (SR...
😡 😢 👍 ❤️ 😂 😒 😮 50

Comments