Voice of 𝗗𝗼𝗰𝘁𝗼𝗿𝘀 ᴹᵃⁱⁿ
Voice of 𝗗𝗼𝗰𝘁𝗼𝗿𝘀 ᴹᵃⁱⁿ
June 8, 2025 at 06:42 PM
We strongly condemn the appalling incident at Goa Medical College, where the Health Minister of Goa was seen publicly threatening, intimidating, and humiliating a senior doctor—without giving him the dignity of a hearing. The doctor in question was simply adhering to standard triage protocols. The Minister’s outburst was allegedly triggered by a supposed delay in administering a Vitamin B12 injection—a non-emergency intervention by all clinical standards. Such a reaction is not only medically unjustified but also reflects a deeply troubling misuse of authority. This is yet another stark example of the undue interference by politicians in healthcare institutions, driven by personal or political agendas. Weaponizing power to override professional judgment threatens the integrity of our healthcare system and demoralizes those working tirelessly within it. We also highlight a recurring and dangerous pattern: the scapegoating of frontline healthcare workers for systemic failures. This has become an alarming norm across the country and must be urgently addressed. We demand that the concerned authorities take immediate and decisive action against this unacceptable behavior. The medical community deserves respect, protection, and the freedom to practice evidence-based medicine without fear or coercion. ------- গোয়া মেডিকেল কলেজে এক সিনিয়র চিকিৎসককে প্রকাশ্যে হুমকি, অপমান ও হেনস্থা করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী— তার পরিচিত কোনো রোগীকে ভিটামিন বি১২ ইনজেকশন দিতে দেরি হয়েছে - এই অজুহাত দেখিয়ে। প্রথমত, মেডিকেল পরিভাষায় এটি সম্পূর্ণ ভাবে একটি ' নন - এমার্জেন্সি ইন্টারভেনশন ' অর্থাৎ কিনা এটি আপৎকালীন কোনো চিকিৎসা নয়, অন্যান্য আপৎকালীন রোগী ইমার্জেন্সী বিভাগে থাকলে তাদের চিকিৎসা আগে করতে হবে, তার জন্যে এই ভিটামিন ইঞ্জেকশন 'ট্রায়াজ' এর নিয়ম মেনে দেরি করে পেলেও তাতে কোনরকম ক্ষতির সম্ভাবনা নেই। সিনিয়র চিকিৎসক এক্ষত্রে প্রোটোকল মেনেই কাজ করছিলেন, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী তাতে বাধা দিয়ে ক্ষমতার অপপ্রয়োগ করেছেন। এই ঘটনায় আমরা ক্ষুব্ধ ও বিচলিত। এটা শুধু একক ঘটনা নয়—দেশজুড়ে রাজনৈতিক নেতাদের স্বেচ্ছাচারিতা ও চিকিৎসা ব্যবস্থায় হস্তক্ষেপের একটা বিপজ্জনক প্রবণতার অংশ। সস্তা চমকপ্রদ রাজনীতির খাতিরে চিকিৎসকদের বারবার 'বলির পাঁঠা' বানানো বন্ধ হোক। আমরা দাবি জানাচ্ছি —এই ঘটনার যথাযথ তদন্ত হোক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। প্রকাশ্যে কর্মরত চিকিৎসক কে অকারণে , ক্ষমতার আস্ফালন দেখিয়ে হেনস্থা করার জন্যে গোয়ার স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। স্বাস্থ্যক্ষেত্রে রাজনৈতিক দাদাগিরি কে স্পষ্ট ভাবে "না" বলুন। #standwithdoctors #goamedicalcollege #voiceofdoctors
👍 😡 ❤️ 😓 😢 😮 26

Comments