Mamata Banerjee

Mamata Banerjee

79.5K subscribers

Verified Channel
Mamata Banerjee
Mamata Banerjee
May 21, 2025 at 11:45 AM
আজ উত্তরকন্যা প্রেক্ষাগৃহে উত্তরবঙ্গের আটটি জেলা কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহকে নিয়ে জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে নাগরিকদের সুবিধা-অসুবিধা, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কাজের অগ্রগতি নিয়ে বিশদে আলোচনা করলাম। এই বৈঠকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকরা সরাসরি উপস্থিত ছিল এবং মালদহ ও দুই দিনাজপুর জেলার প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেছে। উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ। প্রতিটি উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়নে প্রশাসনকে আরও সক্রিয় হতে নির্দেশ দিলাম। আমাদের মা-মাটি-মানুষের সরকার আসার পূর্বে উত্তরবঙ্গের জেলাগুলিতে এত উন্নয়ন হয়নি কিন্তু এখন সবদিক থেকে এগিয়ে চলেছে উত্তরবঙ্গ। কেন্দ্র টাকা বন্ধ করলেও রাজ্য নিজের উদ্যোগে কাজ করে যাচ্ছে। রাজ্য, জেলা, ব্লক স্তরে এখন থেকেই কন্ট্রোল রুম চালু করার পরামর্শ দিলাম। অনুপ্রবেশ বা জঙ্গি প্রবেশ রুখতে সীমান্তবর্তী রাজ্যের পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে এবং স্থানীয় অঞ্চলে পেট্রোলিং বৃদ্ধির নির্দেশ দিয়েছি। সীমান্তবর্তী এলাকাগুলি স্পর্শকাতর। সামনেই বর্ষা কাল, সে বিষয়টি মাথায় রেখেই দুর্যোগ মোকাবিলায় বিশেষ দল তৈরির পরামর্শ দিয়েছি। বন্যা পরিস্থিতিতে সব রাজ্য কেন্দ্রের বন্যাত্রাণ পায়, কিন্তু বাংলা বারবার বঞ্চিত হয়েছে। কেন্দ্র সরকারের থেকে বাংলা বঞ্চিত হওয়ার সত্ত্বেও আমাদের সরকার সাধারণ মানুষের কাছে পরিষেবা প্রদানে বদ্ধপরিকর। পথশ্রী, গ্রামীণ রাস্তা, জলস্বপ্ন, স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ, চোখের আলো প্রকল্পের ক্যাম্প, বাংলার বাড়ি, কর্মশ্রী, বাংলা সহায়তা কেন্দ্র প্রভৃতি প্রকল্পগুলির পরিষেবা পৌঁছে দিয়েছি বাংলার ঘরে ঘরে। বাংলার প্রগতি, বাংলার বিকাশ, বাংলার উন্নয়নই আমাদের লক্ষ্য। সবুজের সমারোহে ও নতুন ভোরের আলোয় পাহাড় এখন সেজে উঠেছে। আগামী দিনেও উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে এগিয়ে যাবে বাংলা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।
❤️ 🙏 👍 💚 😂 😢 🇵🇸 🌹 👅 287

Comments