শিল্পের আঙিনা ❤️
                                
                            
                            
                    
                                
                                
                                May 18, 2025 at 02:26 PM
                               
                            
                        
                            আমরা গড়ে তুলি রাজ্য,
বিনিময়ে ভাঙি হৃদয় —
সব হারিয়ে খুঁজি আবার
এক চুমুক নিঃশ্বাসের আশ্রয়।
হৃদয়ে যতটা শব্দ বাজে,
তার চেয়ে অনেক গভীরে
নীরবতারই দাম বেশি,
শান্তিই আজ সবচেয়ে প্রিয়।
মানুষ ছুটে চলে, চায় সাফল্য,
চায় সোনার পাহাড়, নীল আকাশ,
তবু গভীর রাতে, নির্জন ঘরে
শান্তিরই পড়ে বেশি পরাশ।
ভালোবাসা, ক্ষমা, আর সহানুভূতি —
এসবই তো শান্তির বীজ,
আমরা মানুষ হয়েও ভুলে যাই
মানবতার আসল দিশা কোথায় লুকায়।
তাই বলি—
আমাদের মানুষের চেয়ে
শান্তি বেশি প্রয়োজন,
কারণ শান্তি না থাকলে
মানুষও একদিন হারায় মন।
কলমে :  Suprobhat Bhattacharyya ✍️
                        
                    
                    
                    
                        
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            ❤
                                        
                                    
                                        
                                            👌
                                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                        
                                            🙏
                                        
                                    
                                        
                                            🥰
                                        
                                    
                                    
                                        16