শিল্পের আঙিনা ❤️
May 24, 2025 at 11:01 AM
হ্রদের তীরে 💗 নিঃশব্দ সেই জলছবি সন্ধ্যা, বসিয়া রহিয়াছে দুটি প্রাণ, জল টলমল, নীল নিসর্গে মিশাইয়া দিয়েছে আপন কল্পনান। শীতের হাওয়া, আঁচলে আনে গান, বুকের গভীরে বাজে সুর নীরব, তারা বলে না কিছু, চাহে না বহু, তবু কথা ফুটে হৃদয়ের কণ্ঠরব। জীবনের পথ বড়ো বিস্তৃত হোক— এই ক্ষণটি যেন চিরকাল রয়, হৃদয়ের পাশে হৃদয় রাখিয়া ভালোবাসা শুধু চুপিচুপি বলে— “তুই”। কলমে : Suprobhat Bhattacharyya ✍️
❤️ 👍 🖤 11

Comments