শিল্পের আঙিনা ❤️
                                
                            
                            
                    
                                
                                
                                June 6, 2025 at 01:44 PM
                               
                            
                        
                            নিশিথ রাতে চাঁদের আলোয়,
হঠাৎ যখন তুমিহীন প্রহর বয়ে যায়—
তখন হৃদয় জুড়ে জেগে ওঠে
একটি দীর্ঘশ্বাস, যেন শত কবিতার বিষাদে ভরা গাথা।
তুমি নেই—
এই না থাকায় ব্যথা এসে দাঁড়ায়
উঁচু মিনারের মতো, নিঃশব্দ অথচ দৃঢ়,
তার ছায়ায় ঢাকা পড়ে সমস্ত গান, সমস্ত উষ্ণতা।
একদিন যে হাসি ঝরেছিল তোমার চোখে—
আজ তা শুধুই স্মৃতির নদীতে ভেসে চলে।
তবুও বুকে ধরে রাখি সে ব্যথার মিনার,
কারণ তাতেই তো তুমি, অদৃশ্য হয়ে থেকেও—
আমার প্রতিটি কবিতার প্রথম ছায়া। 🖤
কলমে :  Suprobhat Bhattacharyya ✍️
                        
                    
                    
                    
                        
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            ☹️
                                        
                                    
                                        
                                            💘
                                        
                                    
                                        
                                            🔥
                                        
                                    
                                        
                                            😢
                                        
                                    
                                        
                                            😮
                                        
                                    
                                        
                                            🙂
                                        
                                    
                                    
                                        10