শিল্পের আঙিনা ❤️
June 12, 2025 at 12:55 AM
নিজেকেই আগে ভালোবাসতে হয়,
তবেই তো মনটা ফুরফুরে রয়।
"ফার্স্ট ক্লাস" থাকি, হাসি মুখ ভরে,
চোখে রোদ্দুর, আর হৃদয়ে সুরে।
কারো কথাতে ভেঙে না পড়ি,
নিজের দিকেই আশা গড়ি।
স্বপ্নগুলো হোক আপন আলো,
নিজেই হই চিরকাল ভালো। 🤍✨
কলমে : Suprobhat Bhattacharyya ✍️
❤️
9