STATUS STATUS WHATSAPP SAVER LOVE SAD EMOTION GOD MAA RCB SAD STATUS STATUS ANUVUTI অনুভূতি⎯͢⎯⃝❤᪳🌻🦚
June 18, 2025 at 06:01 AM
তুমি যদি একবার জানতে—তোমাকে ছাঁড়া আমি আসলে কেমন আছি, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করতে নিজেকেই। কারণ তুমি বুঝতে পারবে, আমার সব হাসির পেছনে লুকানো কান্নাগুলো, প্রতিটা নিঃশ্বাসে তোমার অভাব, আর রাত জেগে চোখের কোনে জমা অনাহত প্রশ্নগুলো—সবই শুধুমাত্র তোমার জন্য। তুমি চলে যাওয়ার পরেও আমি প্রতিদিন অপেক্ষা করি, হয়তো ফিরে আসবে বলে। অথচ তুমি জানো না, আমি আর সেই আগের মতো নেই, শুধু একটা খালি খোলস হয়ে গেছি— *যার ভিতরে শুধু তোমার স্মৃতি আর একরাশ হতাশা।"* ☺️❤️🩹