
CAREER GUIDE 🎓 GK
June 13, 2025 at 01:53 AM
*খেলাধুলা সম্বন্ধে কিছু প্রশ্নোত্তর*
1. ক্রিকেট খেলার জন্ম কোথায়?
➟ ইংল্যান্ডে
2. ICC প্রতিষ্টিত হয় কখন?
➟ 1909
3. প্রথম অলিম্পিক খেলা শুরু হয়
➟ 776 খ্রিঃ পূর্বাব্দ
4. আধুনিক অলিম্পিক গেমসের প্রধান রূপকার
➟ ব্যারন পিয়ের দ্য কুবার্তিন
5. অলিম্পিকের প্রতিক
➟ পাঁচটি রঙিন বৃত্ত, যা পাঁচটি মহাদেশের মধ্যে পারস্পারিক সমন্বয় নির্দেশ করে
6. বীরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত?
➟ রাঁচি
7. ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত?
➟ ফুটবল
8. প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছিলেন?
➟ রঞ্জিত সিং
9. একমাত্র খেলোয়াড় যিনি ফুটবল ও ক্রিকেট উভয়েরই ওয়ার্ল্ড কাপ খেলেছেন?
➟ ভিভ রিচার্ডস
10. যে ব্যক্তিকে 'ভারতের উরন্ত শিখ' বলা হয়
➟ মিলখা সিং
11. প্রথম কমনওয়েলথ গেমস কত সালে অনুষ্ঠিত হয়?
➟ 1930 সালে
12. হকি খেলাটি প্রথমে কী নামে পরিচিত ছিল
➟ কমস
13. প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
➟ দিল্লিতে
14. পৃথিবীতে প্রথম অলিম্পিক গেমসের আসর বসেছিল
➟ গ্রিসে
15. আধুনিক অলিম্পিক গেমস কত সাল থেকে শুরু হয়?
➟ 1896 সালে
16. ক্রিকেটে দুটি উইকেটের মধ্যে দূরত্ব কত?
➟ 22 গজ
17. ফুটবল গোলপোস্টের উচ্চতা কত?
➟ 8 ফুট
18. বিশ্বে প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয়?
➟ ইংল্যান্ডে
19. হকি খেলার প্রচলন কোন দেশে?
➟ ইংল্যান্ডে
20. দাবা খেলার প্রচলন কোন দেশে?
➟ ভারতে
💝 Study Material পেতে এবং মকটেস্ট দিতে আমাদের Telegram-এ যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন👇
https://tx.me/Gkstudyguide
💖 Whatsapp Channel👇
https://whatsapp.com/channel/0029VaSzYXmF1YlThb4K2b18
❤️
👍
2