
CAREER GUIDE 🎓 GK
June 18, 2025 at 01:56 AM
১) ভারতের সংবিধান কতসালে কার্যকরী হয়?
উঃ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারী।
২) ভারতীয় সংবিধানে রাজ্যসভার মেয়াদ কত বছর?
উঃ ৬ বছর।
৩) ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি?
উঃ ছয়টি।
৪) ভারতীয় সংবিধানের সংশোধনীর ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে?
উঃ দক্ষিণ আফ্রিকা।
৫) ভারতের রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র কাকে জমা দেবেন?
উঃ উপরাষ্ট্রপতিকে।
৬) রাজ্যসভার সদস্য হতে গেলে প্রার্থীর বয়স কমপক্ষে কত হতে হবে?
উঃ ৩০ বছর।
৭) হাইকোর্টের লেখজারির ক্ষমতা সংবিধানের কত নম্বর ধারায় আছে?
উঃ ২২৬
৮) ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
উঃ লোকসভার স্পিকার।
৯) ভারতীয় সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয়?
উঃ 356 নং ধারায়।
১০) হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন?
উঃ রাষ্ট্রপতি।
১১) ভারতের রাষ্ট্রপতির মেয়াদ কত বছর?
উঃ ৫ বছর।
১২) ভারতীয় সুপ্রিমকোর্টের বিচারপতি কার দ্বারা নিয়োগ হন?
উঃ রাষ্ট্রপতি।
১৩) ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সংবিধানের কত ধারায় রয়েছে?
উঃ তৃতীয়।
১৪) ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর?
উঃ ৫ বছর।
১৫) হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত?
উঃ ৬২ বছর।
১৬) কোন নতুন রাজ্য সৃষ্টি বা তার পুনর্গঠন করা যায় সংবিধানের কত নং ধারার মাধ্যমে?
উঃ ২৩ ও ৪ নং ধারার মাধ্যমে।
১৭) কতসালে ভারত শাসন আইনের অবসান ঘটে?
উঃ ১৯৩৫ সালে।
১৮) ভারতের সংবিধান কি ধরণের সংবিধান?
উঃ লিখিত সংবিধান।
১৯) কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন?
উঃ ১৮ বছর বয়সে।
২০) রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন?
উঃ উপরাষ্ট্রপতি।
২১) ভারতের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী?
উঃ সুপ্রিমকোর্ট।
২২) সুপ্রিমকোর্টের বিচারপতি কার দ্বারা নির্বাচিত হন?
উঃ ভারতের রাষ্ট্রপতির দ্বারা।
২৩) রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান শাসক কে?
উঃ মুখ্যমন্ত্রী।
২৪) রাজ্য সরকারের সর্বোচ্চ পদাধিকারী কে?
উঃ রাজ্যপাল।
২৫) বিধানসভার স্পিকার কাদের দ্বারা নির্বাচিত হন?
উঃ রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা।
২৬) ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কী?
উঃ রাজ্যসভা।
২৭) ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম কী?
উঃ লোকসভা।
২৮) রাজ্যসভার চেয়ারম্যান কাকে বলা হয়?
উঃ ভারতের উপরাষ্ট্রপতিকে।
💝 Study Material পেতে এবং মকটেস্ট দিতে আমাদের Telegram-এ যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন👇
https://tx.me/Gkstudyguide
💖 Whatsapp Channel👇
https://whatsapp.com/channel/0029VaSzYXmF1YlThb4K2b18
❤️
👍
2