
𝑫𝒉𝒓𝒖𝒃𝒂 𝑪𝒉𝒂𝒏𝒅 𝒉𝒂𝒍𝒅𝒆𝒓 𝒄𝒐𝒍𝒍𝒆𝒈𝒆🎓
May 20, 2025 at 11:59 AM
_আমাদের চ্যানেল গ্রুপের সকল সদস্যদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা:_
যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের সুবিধাগুলো পাচ্ছেন না, তাদের সুবিধা নিশ্চিত করতে চাই। বর্তমানে তোমরা যেসব আপডেটস তাৎক্ষণিকভাবে পাচ্ছ, সেগুলো তোমাদের স্ট্যাটাসে শেয়ার করতে পারো কিংবা বিভিন্ন গ্রুপে ফরওয়ার্ড করতে পারো।
এতে করে যারা এখনো চ্যানেলে যুক্ত হয়নি, তারা সেই তথ্য পেয়ে চ্যানেলে যোগ দিতে পারবে এবং তারাও উপকৃত হতে পারবে।
তোমাদের সক্রিয় সহযোগিতা আমাদের চ্যানেলকে আরও কার্যকর ও উপযোগী করে তুলবে।
~ ধন্যবাদ।