Samrat Exclusive
Samrat Exclusive
June 18, 2025 at 07:50 AM
কিছু মানুষ যে কত পরিমান নির্লজ্জ সেটা দেখে আমি খুব আনন্দ পাই। ‌ যখনই আমি এই গ্রুপের রিঅ্যাকশন অপশন ওপেন করি, এরা চলে আসে আমাকে অসম্মান করার জন্য হা হা ইমোজি দিতে। ‌ ক্যান্সার আক্রান্ত স্টুডেন্টদের সাফল্য হোক কিংবা দেশের বীর জওয়ানদের কৃতিত্ব, সব জায়গাতেই এরা হাহা রিঅ্যাক্ট দিয়ে সেই সব গুণীজনদের অসম্মান করতে চলে আসে। ‌ এজন্যই পার্মানেন্টলি রিএকশন অফ করে দিলাম। এরা এত বড় বেহায়া, যাকে এত ঘৃণা করে মুখ উঁচু করে কুকুরের মত তার whatsapp গ্রুপের মধ্যে জয়েন করে থাকে। ‌ এদের বাবা মায়ের দেওয়া শিক্ষাটা এত নিকৃষ্ট, সেটা ভেবেই দুঃখ হয়।। ‌ আমি কনফার্ম এদের বাবা-মা এদের জন্ম দিয়ে ধর্মের নামে ছেড়ে দিয়েছে, সন্তানটা যে অমানুষের বাচ্চা তে রূপান্তরিত হচ্ছে সেটা দেখার সুযোগ তাদের নেই।.... এরা আমায় দেখে কি করলে হা হা করবে বলো তো ,এদের বাবা-মায়ের দুরাবস্থা দেখে গোটা সমাজ হা করবে... যেমন পরিবার, তেমন সন্তান কি আর বলবো !!! ____ আপনি মাস্টার হয়ে বাবা-মা তুলে কথা বলছেন ? হ্যাঁ বলছি। যে নিজের বাবা-মায়ের মুখে চুনকালি মাখানোর জন্য নিকৃষ্ট কাজ করতে পারে, তার বাবা-মাকে সম্মান জানানোর মতো উদার আমি নই। ওই বাবা মায়েরা সন্তানকে মানুষ করতে পারেনি বলেই তো তারা অমানুষ হয়েছে। ‌ পদে পদে তাদের লাঞ্ছিত হতে হবে। ‌ এটাই নিয়ম

Comments