Samrat Exclusive
Samrat Exclusive
June 18, 2025 at 07:55 AM
যে দেশের বীর জওয়ানদের অসম্মান করে, যে ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীদের উপহাস করে, যে শিক্ষকদের অসম্মান করে.... তার বাবা-মায়ের সম্মানিত হওয়ার কোন জায়গা নেই। ‌ বরং তারা গোটা সমাজের কাছে লাঞ্ছিত হবে। ‌ এদের বাবা-মায়ের দেওয়া শিক্ষাটা নিকৃষ্ট। ‌ সন্তানের এই অধঃপতনের জন্য বাবা মা দায়ী। ‌ তারা কোনদিনও নজর দেয়নি যে সন্তানটা মানুষ থেকে কবে জানোয়ারের রূপান্তরিত হয়েছে। ‌ তাই এই সব নিকৃষ্ট জানোয়ারদের বাবা-মাকে সম্মান করার মতো উদারতা আমি দেখাতে পারব না। এতে আমায় খারাপ ভাবলে কিছু করার নেই।। ‌

Comments