Siti Cinema
Siti Cinema
June 11, 2025 at 12:01 PM
কন্যা সন্তানের বাবা-মা হলেন তারকা দম্পতি নীল ও পৃথা। সম্প্রতি জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ এবং স্টার জলসার ‘তেঁতুল পাতা’ ধারাবাহিকে অভিনয় করছেন নীল চট্টোপাধ্যায়। স্ত্রী পৃথা বিয়ের পর কিছুদিনের বিরতিতে ছিলেন। কিন্তু ঠিক কি কারণে পৃথা অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তা আগে জানা যায়নি। অবশেষে প্রকাশ্যে এলো তার আসল কারণ। অন্তঃসত্ত্বা ছিলেন বলেই কাজ থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন পৃথা। দুই থেকে তিন হওয়ার সুখবর জানার পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন টলিপাড়ার বন্ধুরা থেকে অনুরাগীরা সকলেই।
Image from Siti Cinema: কন্যা সন্তানের বাবা-মা হলেন তারকা দম্পতি নীল ও পৃথা। সম্প্রতি জি বাংলা...
❤️ 2

Comments