
চিটাগং লাইভ আপডেট
May 27, 2025 at 12:45 PM
চট্টগ্রামে ২০ পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি শুরু
দীর্ঘ এক মাস পর চট্টগ্রামে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নগরের ২০ পয়েন্টে বিক্রি হবে পাঁচ ধরনের পণ্য। মসুর ডাল, চিনি, সয়াবিন তেল, ছোলা ও খেজুর- এই পাঁচ পণ্য কিনতে পারবেন নিম্ন আয়ের মানুষ। পুরো প্যাকেজটি কিনতে একজন ভোক্তাকে গুনতে হবে ৬৬৫ টাকা। তবে আধা কেজি খেজুর কেনার সুযোগ রয়েছে। সেই হিসাবে দাম পড়বে ৫৮৭ টাকা ৫০ পয়সা। টিসিবির চট্টগ্রাম অফিসপ্রধান (যুগ্ম পরিচালক) মো. শফিকুল ইসলাম বলেন, ‘চট্টগ্রামসহ সারা দেশে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম সোমবার (গতকাল) থেকে শুরু হয়েছে। স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করার কথা ছিল। কিন্তু কার্ডগুলো চালু না হওয়ায় উন্মুক্তভাবে ট্রাকে পণ্য বিক্রি হবে। স্মার্ট ফ্যামিলি কার্ড চালু না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া চলমান থাকবে।’
