Mufti Rasheed Ahmad Qubbadee Nadwi
Mufti Rasheed Ahmad Qubbadee Nadwi
June 12, 2025 at 09:10 PM
কাফেলা সুমুদ-র(দৃঢ়তা) যাত্রা শুরু হয়েছে! আলজেরিয়া থেকে শুরু হওয়া এই কাফেলা কেবল গাড়ির বহর নয়। এটা হলো উম্মাহর জাগ্রত বিবেকের প্রতিধ্বনি; এটা জা'লিম অব'রোধের বিরু'দ্ধে এক চ্যালেঞ্জ; এটা গা'জার মজ'লুমদের প্রতি সংহতির এক ঘোষণা। তিউনিসিয়া, লিবিয়া এবং আফ্রিকার অন্যান্য দেশ পেরিয়ে... এই কাফেলা রা'ফা সীমান্তের দিকে এগিয়ে চলেছে। এখন পর্যন্ত ৮০টিরও বেশি দেশের মানুষ এই কাফেলায় যোগ দিয়েছেন... প্রতিটি মুখ, প্রতিটি পদক্ষেপ, গা'জার শহী'দদের প্রতি সালাম। আল্লাহ তাদের রক্ষা করুন, তাদের সাহায্য করুন এবং তাদের গা'জায় প্রবেশ করান। اللهم احفظهم وانصرهم وادخلهم في غ'زة

Comments