
Mufti Rasheed Ahmad Qubbadee Nadwi
June 16, 2025 at 04:51 PM
ইস/রায়েলি কা'রাগারে ফিলি/স্তিনি ব'ন্দিদের ওপর দম'ন-পী'ড়ন: ইরানি হা'মলা উদযাপনকে কেন্দ্র করে উত্তে'জনা।
ইস/রায়েলের একটি ব'ন্দিশিবিরে র'ক্ষীরা সেলের ভেতরে অভিযান চালাচ্ছে এবং ফিলি/স্তিনি ব'ন্দিদের চোখ বাঁ'ধা ও হাত বাঁ'ধা অবস্থায় শা'স্তির জন্য বের করে আনছে - এমন দৃশ্য দেখা গেছে। ইস/রায়েলে ইরানের হাম/লার উদযাপনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।
এই ঘটনাগুলো ইস/রায়েলি কা'রাগা'রগুলোর ভেতরের ক'ঠোর পরিস্থিতি এবং ফিলি/স্তিনি ব'ন্দিদের ওপর আরোপিত বিধিনিষেধের উপর নতুন করে আলোকপাত করে। ইরানি হা'মলার প্রতিক্রিয়ায় ফি'লি'স্তিনিদের মধ্যে যে আনন্দ বা উদযাপন দেখা গেছে, তা ইস/রায়েলি কর্তৃপক্ষের কাছে উস্কানিমূলক বলে বিবেচিত হয়েছে, যার ফলস্বরূপ ব'ন্দিদের ওপর এই ধরনের দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি ই'স'রায়েল-ফিলি/স্তিন সংঘাতের গভীরতা এবং এর মানবিক প্রভা'বকে আবারও সামনে এনেছে।
