Mufti Rasheed Ahmad Qubbadee Nadwi
Mufti Rasheed Ahmad Qubbadee Nadwi
June 17, 2025 at 05:58 PM
ইসরায়েলি বাহিনীর গাজা উপত্যকার জাবালিয়া ঘিরে ফেলার ঘোষণা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, "গিডিয়ন'স ক্যারিয়টস" (আরবীয় জিবদেওন) অভিযানের অংশ হিসেবে তাদের স্থল বাহিনী প্রথমবারের মতো গাজা উপত্যকার উত্তরে জাবালিয়াকে ঘিরে ফেলতে শুরু করেছে। এর মানে হলো, ইসরায়েলি সেনারা জাবালিয়া শহরের চারপাশে সামরিক বেষ্টনী তৈরি করছে, যা এই এলাকাটিকে বিচ্ছিন্ন করে দেবে। এই পদক্ষেপ স্থল অভিযানের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে।

Comments