Mufti Rasheed Ahmad Qubbadee Nadwi
Mufti Rasheed Ahmad Qubbadee Nadwi
June 19, 2025 at 12:46 PM
গাজায় ৩৬টি হাসপাতাল ধ্বংস করে ইসরায়েলের নিজেদের হাসপাতালে আঘাত লাগায় ক্ষোভ! ইসরায়েল গাজার ৩৬টি হাসপাতালের ওপর টন টন বোমা ও রাসায়নিক অস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে হাজার হাজার আহত ও অসুস্থ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, আর বিশ্ব তখন নীরব ছিল। আজ, যখন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একটি ইসরায়েলি সামরিক হাসপাতাল আক্রান্ত হলো, তখন ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল দেখার মতো: * ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমে এসে অভিযোগ করে বলতে লাগলেন, "যারা হাসপাতালকে লক্ষ্যবস্তু বানায়, তারা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট জাতি।" * ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সংস্থাগুলো সকাল থেকে বিশ্বকে জানাতে ব্যস্ত যে ইরান হাসপাতালকে লক্ষ্য করে যুদ্ধাপরাধ করেছে। (আর তোমরা নির্লজ্জ, অকর্মণ্য, হারামখোররা প্রায় দুই বছর ধরে ফিলিস্তিনে যা করে আসছো, সেটা কী?!) * * * হে আল্লাহ! গাজা ও ফিলিস্তিনে তাদের সাহায্য করুন, হে আল্লাহ! তাদের জন্য দ্রুত বিজয় দিন। হে আল্লাহ! তাদের সম্মানিত করুন, তাদের রক্ষা করুন, তাদের সাহায্য করুন এবং প্রতিটি সংকট থেকে তাদের জন্য পথ করে দিন। 🤲🏻🇵🇸
Image from Mufti Rasheed Ahmad Qubbadee Nadwi: গাজায় ৩৬টি হাসপাতাল ধ্বংস করে ইসরায়েলের নিজেদের হাসপাতালে আঘাত লাগায়...

Comments