Solution Wbbse
Solution Wbbse
June 19, 2025 at 04:12 PM
✨🗓️ দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স: ১৮ই জুন, ২০২৫ ✨ ১. আন্তর্জাতিক 🌍 পিকনিক দিবস 🧺 প্রতি বছর ১৮ই জুন তারিখে পালন করা হয়। ২. কর্ণাটক থেকে আসা তোতাপুরী আম 🥭-এর প্রবেশ নিষিদ্ধ করলো অন্ধ্রপ্রদেশ সরকার 🚫। ৩. BRICS 🤝-এ দশম পার্টনার কান্ট্রি হিসেবে যোগদান করলো ভিয়েতনাম 🇻🇳। ৪. ISSF World Cup 2025-এর মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে 🔫 সোনা জিতেছেন সুরুচি সিং 🥇! ৫. বেইজিংয়ে অনুষ্ঠিত 2025 Para World Cup ♿-এ ভারত ১৬ জন সদস্যের একটি শক্তিশালী দল 🇮🇳 নিয়ে প্রতিনিধিত্ব করবে। ৬. 15th South Asian Bodybuilding and Physique Sports Championships 2025 💪-এ অরুণাচল প্রদেশের ইয়াজিক হিলাং 🏆 সোনা জিতলেন। ৭. মহারাষ্ট্র সরকার 🏛️ সম্প্রতি পাঁচটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়কে Letters of Intent (LOIs) ✍️ প্রদান করেছে। ৮. তামিলনাড মার্কেন্টাইল ব্যাংক-এর অতিরিক্ত (নন-এক্সিকিউটিভ ইন্ডিপেন্ডেন্ট) ডিরেক্টর এবং পার্ট-টাইম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে রামচন্দ্রন 🧑‍💼। ৯. উদ্ভাবনী সবুজ সার প্রযুক্তির জন্য সুইডিশ স্টার্টআপ NitroCapt 🔬 2025 Food Planet Prize 🌎🏆 জিতেছে! ১০. উত্তর কোরিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত 🇰🇵🇮🇳 হিসেবে নিযুক্ত হলেন আলিয়াওয়াতি লংকুমার 👩‍ diplomatic। আশা করি এই স্টাইলিশ উপস্থাপনাটি আপনার ভালো লেগেছে! 😊 আর কিছু জানতে চান?
👍 1

Comments