Bangladesh Nationalist Party-BNP
Bangladesh Nationalist Party-BNP
June 15, 2025 at 04:00 PM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা গণফোরাম এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু আজ বিকাল ৫:১০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মরহুম মোস্তফা মহসিন মন্টু তাঁর জীবদ্দশায় একজন সংগ্রামী রাজনীতিবিদ হিসেবে তিনি দেশবাসীর কাছে ছিলেন একজন সম্মানিত ব্যক্তি। তিনি সাধারণ মানুষের অধিকার আদায়ে ছাত্রজীবন থেকেই নানা আন্দোলন-সংগ্রাম করেছেন। তাঁর মৃত্যু রাজনৈতিক অঙ্গনে শূণ্যতার সৃষ্টি হলো। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীনতা যুদ্ধে তাঁর অসামান্য অবদান দেশের মানুষ চিরকাল স্মরণ করবে। রাজনীতির পাশাপাশি সমাজসেবার নানা কাজের সাথেও তিনি নিজেকে যুক্ত রেখেছিলেন। তাঁর রেখে যাওয়া কীর্তি আগামী প্রজন্মকে প্রেরণা যোগাবে। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুম মোস্তফা মহসিন মন্টুকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।” https://www.facebook.com/share/p/1A7hELpoU5/
😢 1

Comments