Bangladesh Jamaat-e-Islami
Bangladesh Jamaat-e-Islami
June 18, 2025 at 02:57 PM
মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন সকলের প্রিয় শ্রদ্ধেয় মতলিব ভাই মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর শ্রদ্ধেয় দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব ভাই আজ বিকেলে মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর সাথে আমাদের অনেকেরই দীর্ঘ স্মৃতি জড়িয়ে আছে। এমন একজন মানুষ যার মুখের দিকে তাকালেই অন্তরে প্রশান্তি অনুভব করা যেত। হাজারো মানুষকে নিজের প্রজ্ঞা, দরদ এবং ভালোবাসা দিয়ে মহান আল্লাহর দিকে আজীবন দাওয়াত দিয়ে গেছেন। ইক্বামাতে দ্বীনের একজন বলিষ্ঠ দায়িত্বশীল হিসেবে দুনিয়ার কোন কিছুর দিকে তিনি পিছনে ফিরে তাকাননি। আল্লাহ রাব্বুল আলামীন শ্রদ্ধেয় প্রিয় মতলিব ভাইয়ের ওপর রহম করুন, গুনাহখাতা ক্ষমা করুন, তাঁর ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। বাকি সফরে আল্লাহ তা'য়ালা রহমতের ফেরেশতাদেরকে তাঁরসঙ্গী বানিয়ে দিন এবং সর্বোপরি প্রিয় মতলিব ভাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। মরহুমের আপনজন, প্রিয়জন ও সহকর্মী সবাইকে আল্লাহ তা'য়ালা উত্তম সবর করার তাওফিক এনায়েত করুন। আমিন। ডা. শফিকুর রহমান আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী
Image from Bangladesh Jamaat-e-Islami: মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন সকলের প্রিয় শ্রদ্ধেয় মতলিব ভাই ...
😢 ❤️ 👍 👏 💩 😂 😭 🤲 🥺 64

Comments