BJP Tripura

13.8K subscribers

Verified Channel
BJP Tripura
June 16, 2025 at 12:04 PM
সাইপ্রাস থেকে আসা এক হৃদয়স্পর্শী দৃশ্য। 🇨🇾🤝🇮🇳 নিকোশিয়া সিটি কাউন্সিলের সদস্য মাইকাইলা কিথ্রেওটি ম্লাপা নিকোশিয়ার ঐতিহাসিক কেন্দ্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিকভাবে স্বাগত জানান। ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। প্রধানমন্ত্রী মোদী তাঁর এই উষ্ণ অভ্যর্থনা ও সাংস্কৃতিক সৌহার্দ্যকে আন্তরিকভাবে প্রশংসা করেন। এটি ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক সুনাম ও সভ্যতাগত প্রভাবের এক অনন্য নিদর্শন।
👍 🙏 ❤️ 11

Comments