BJP Tripura

13.8K subscribers

Verified Channel
BJP Tripura
June 18, 2025 at 12:02 PM
ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে শুরু হওয়া বিশেষ উদ্যোগ “এক পেড় মা কে নাম”অভিযানে সমাজের সব স্তরের ও বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় “এক পেড় মা কে নাম ১” পর্যায়ে সারা রাজ্যে ১.৪২৬ লক্ষ গাছ রোপণ করা হয়েছে। চলতি বছরে এই উদ্যোগের দ্বিতীয় অধ্যায়ে, অর্থাৎ “এক পেড় মা কে নাম ২.০”-তে সারা রাজ্যে একযোগে ১.৩৬ লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর Dr.Manik Saha মহোদয় আজ রাজধানী আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এই অভিযানের শুভ সূচনা করেন। তিনি নিজেও এই অনুষ্ঠানে বৃক্ষরোপণ করে নাগরিকদের পরিবেশ সংরক্ষণে অংশ নেওয়ার জন্য অনুপ্রাণিত করেন। #ekpedmaakenaam
❤️ 🙏 👍 8

Comments