BJP Tripura

13.8K subscribers

Verified Channel
BJP Tripura
June 20, 2025 at 06:13 AM
২০শে জুন - পশ্চিমবঙ্গ দিবস, পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার দিন! আজকের দিনটি শুধুই একটা তারিখ নয়- এটা এক ভাষা, এক সংস্কৃতি, এক জাতিসত্তার অস্তিত্ব রক্ষার স্মারক। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারতের বিভাজনের সময় বাংলার পুরো ভূখণ্ডকে পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র চলছিল। সেই সময় ড. শ্যামাপ্রসাদ মুখার্জী অকুতোভয় প্রতিবাদ করে, রাজনৈতিক ও সাংগঠনিক কৌশলে হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিম বাংলাকে ভারতের অন্তর্ভুক্ত রাখার ব্যবস্থা করেন। ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর দৃঢ়তা ও নেতৃত্বেই রক্ষা পায় আজকের পশ্চিমবঙ্গ। শ্রদ্ধাঞ্জলি রইল বাংলার দূরদৃষ্টিসম্পন্ন রাষ্ট্রনায়ক সেই মুক্তিযোদ্ধার প্রতি।
Image from BJP Tripura: ২০শে জুন - পশ্চিমবঙ্গ দিবস, পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার দিন! আজকের দি...
👍 🙏 4

Comments