BJP Tripura

13.8K subscribers

Verified Channel
BJP Tripura
June 20, 2025 at 01:24 PM
ত্রিপুরায়ও বহু দশক ধরে বামপন্থী শাসনের পর জনগণ প্রথমবারের মতো বিজেপিকে সুযোগ দিয়েছে। ত্রিপুরাও উন্নয়নের প্রতিটি মাপকাঠিতে অনেক পিছিয়ে ছিল। পরিকাঠামোর অবস্থা খারাপ ছিল, সরকারি ব্যবস্থায় মানুষের কথা শোনা হতো না, হিংসা ও দুর্নীতিতে সবাই অতিষ্ঠ ছিল। আর যখন থেকে বিজেপি সেবা করার সুযোগ পেয়েছে, আজ ত্রিপুরা শান্তি ও প্রগতির এক উদাহরণ হয়ে উঠেছে। উড়িষ্যায় বিজেপি সরকারের ১ম বর্ষপূর্তিতে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শ্রী Narendra Modi জি ত্রিপুরার সুশাসনের কথা উল্লেখ করেন।
❤️ 👍 🙏 3

Comments