
Siti Cinema
June 20, 2025 at 07:54 AM
১২ বছর পর আবার এক সাথে বড়পর্দায় দেব শুভশ্রী। চলতি বছরের ১৪ অগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এবং দেব, শুভশ্রী অভিনীত 'ধূমকেতু'। শোনা যাচ্ছে ছবির প্রচারেও নাকি একসাথে দেখা যাবে এই জুটিকে। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো ২০১৬ সালে শ্যুটিং হয়েছিল ধূমকেতুর। এটি বাংলার অন্যতম বহু প্রতীক্ষিত ছবি। কিন্তু নানা কারণে এত বছর মুক্তি পায়নি। তবে এবার সমস্ত আইনি জটিলতা কাটিয়ে অবশেষে চলতি বছরেই মুক্তি পাচ্ছে ছবিটি। এই ছবিতে বহু বছর পর আবারও এক সাথে দেব এবং শুভশ্রীকে দেখবে দর্শকরা।
