সবুজ বার্তা
June 13, 2025 at 07:10 AM
কলকাতায় ব্রিজ ভাঙলে এরা বলে ভগবান রুষ্ট হয়েছেন।
আমেদাবাদে বিমান দুর্ঘটনা, এরাই বলে দুর্ঘটনা কে কেউ আটকাতে পারে না।
বিমানটি আহমদাবাদ হতে লন্ডন ওড়ার আগে,, দিল্লি হতে আহমদাবাদ এসেছিল।।
বিমানের কন্ডিশন নিয়ে প্রশ্ন তোলেন বেশকিছু যাত্রী।। এক যাত্রী "ওড়ার-অযোগ্য" বিমান আখ্যা দিয়ে ভিডিও সহ এয়ার ইন্ডিয়াকে ট্যাগ করেন।।
ঐ যাত্রীর মতানুসারে বিমানটি অত্যন্ত খারাপ অবস্থায় ছিলো।। এর পরেও বিমানটিকে ইন্টারন্যাশনাল ফ্লাইট হিসাবে ওড়ার অনুমতি দেওয়া হয়েছিল।।
ভারতের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক বিমান-দূর্ঘটনা।।
বিমানের এসি ও কাজ করছিলো না। এক যাত্রী তাই নিয়ে ফেসবুক লাইভ করেছেন।
মো শা জুটি জোর করে রুপানিকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করেছিলো।
গুজরাট ঘোটালা এই রুপানি কিন্তু খুলে দিত।
তাই কি বিমান দুর্ঘটনা?
♦️কেন বিমানের দুটি ইঞ্জিন বিকল?
♦️কেন বিমানের এসি কাজ করছিলো না?
♦️ বিকল বিমান উড়তে কেন সংকেত দেওয়া হলো?
♦️এয়ার ইন্ডিয়ার হাত থেকে কেড়ে নিয়ে বেসরকারিকরণ করে কি লাভ হলো?
🛑 প্রশ্নের ঝড় উঠুক বিজেপির রাজত্বে মানুষের জীবন কি এতই ঠুনকো!
যারা ট্রেন সেতু বিমান দুর্ঘটনায় মুড়ি মুড়কির মতন মরবে!
https://whatsapp.com/channel/0029Va8YVd2GOj9rEfHO3d2Q
👍
❤️
🥵
7