সবুজ বার্তা
June 13, 2025 at 10:45 AM
গতকাল আমেদাবাদে যে বিমানটি ভেঙে পড়েছে সেই বিমানটি Boeing কোম্পানির বিমান। Boeing 787-8 ড্রিমলাইনার। Boeing আমেরিকার কোম্পানি, পুরো নাম "The Boeing Company". এই কোম্পানিতে ৩২ বছর ধরে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার হিসেবে কাজ করেছিলেন এই লোকটি। জন বার্নেট। ইনি ২০১৭ সালে বোয়িং 787 Dreamliner প্রজেক্টে কাজ করার সময় ভয়াবহ অনিয়ম দেখতে পান এবং তা চেপে না রেখে সাহসিকতার সাথে ফাঁস করেন। এই কাজের জন্য উনি "হুইসেলব্লোয়ার" হিসেবে পরিচিত। Boeing 787 তে ত্রুটিপূর্ণ পার্টস ব্যবহার,অক্সিজেন সরাবরাহের সমস্যা এবং প্ল্যান্টের ভেতরের কিছু সমস্যা নিয়ে যুক্তরাষ্ট্রের Federal Aviation Administration (FAA) এবং OSHA (Occupational Safety and Health Administration)-তে লিখিত অভিযোগ জানান। এমনকি কোর্টেও যান। তদন্ত হয়। জন বার্নেটের অভিযোগ সঠিক প্রমাণ হয়। FAA Boieng কোম্পানিকে সংশোধনের নির্দেশ দেয়। শুরু এখানেই৷ এরপর কোম্পানি স্বাভবিকভাবেই লাগে জন বার্নেটের পিছনে। সে চাকরি ছাড়তে বাধ্য হয়। তারপর বেশ কিছু বছর কেটে গিয়ে আসে ২০২৪ সাল। ৯ই মার্চ। উনি সমস্ত প্রমাণ সহ আদলতে Boeing এর বিরুদ্ধে সাক্ষী দিতে গিয়েছিলেন। উঠেছিলেন দক্ষিণ ক্যারোলিনা'র চার্লসটনের একটি হোটেলে। কিন্তু ঠিক সেদিনই হোটেলের পার্কিং লটে তার ট্রাকের ভেতরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। স্বাভাবিকভাবেই পুলিশ আত্মহত্যা বলে চালিয়ে দেয়। এভাবেই পুঁজিবাদ এগিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে। Boieng ড্রিমলাইনে উড়তে উড়তে। আর বেসরকারিকরণের সাথে পুঁজিবাদের সম্পর্ক নিবিড়। এয়ার ইন্ডিয়া,আমেদাবাদ এয়ারপোর্টে দুটোই বেসরকারি। বেসরকারী হলে পরিষেবা ভালো অবশ্যই হয়। সেটা পুঁজিবাদের পরিষেবা। মানুষের নয়। https://whatsapp.com/channel/0029Va8YVd2GOj9rEfHO3d2Q
👍 🥵 5

Comments