সবুজ বার্তা
June 14, 2025 at 10:23 AM
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চরম ধৃষ্টতার পরিচয় দিয়ে প্রায় ৭ কোটি বাঙালি হিন্দুর ধর্মবিশ্বাসকে “নকল” বলে অপমান করলেন, দাবি করলেন এই বিশ্বাস নাকি মাত্র ৫০০ টাকায় কেনা যায়। কে তাঁকে অধিকার দিয়েছে গোটা এক জনগোষ্ঠীর ভক্তিকে এইভাবে হেয় করার? শতাব্দী প্রাচীন সংস্কৃতি, ঐতিহ্য ও বিশ্বাসকে এমন তুচ্ছ লেনদেনে নামিয়ে আনার সাহস তিনি কোথা থেকে পান? বাংলা হল স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস ও মা সারদা দেবীর ভূমি। এখানে বিশ্বাস বিক্রির বস্তু নয়। বিজেপি ভোটের স্বার্থে ধর্মকে অস্ত্র করে, অথচ সেই বিশ্বাসকেই প্রকাশ্যে উপহাস করে! https://whatsapp.com/channel/0029Va8YVd2GOj9rEfHO3d2Q
😢 👍 🥵 7

Comments