সবুজ বার্তা
June 18, 2025 at 09:58 AM
কলকাতা হাইকোর্ট ২০২৫ সালের ১৮ জুন নির্দেশ দিয়েছে যে, কেন্দ্রীয় সরকারকে ১ অগাস্ট, ২০২৫ থেকে পশ্চিমবঙ্গে ১০০ দিনের (MGNREGA) প্রকল্প পুনরায় শুরু করতে হবে, যদিও তদন্ত চলছে। আদালত বলেছে, সাধারণ মানুষকে কাজ থেকে বঞ্চিত করা যাবে না।
কেন্দ্রের বিজেপি সরকার ২০২২ থেকে দুর্নীতির অভিযোগে বরাদ্দ বন্ধ রেখেছে, যা রাজ্য দাবি করে রাজনৈতিক। রাজ্য সরকার "কর্মশ্রী" প্রকল্পে ৫০ দিন কাজে ১০০ দিনের মজুরি দিচ্ছে এবং ২০২৪-এ ২৪.৫০ লক্ষ শ্রমিকের বকেয়া পরিশোধ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও গ্রামীণ কাজ চালাচ্ছেন।
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে তিন সপ্তাহে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আদালতের নির্দেশে ১ অগাস্ট থেকে ১০০ দিনের কাজ পুনরায় শুরুর সম্ভাবনা রয়েছে।
https://whatsapp.com/channel/0029Va8YVd2GOj9rEfHO3d2Q

👍
❤️
18