সবুজ বার্তা
June 20, 2025 at 04:29 PM
🌍 *বাংলা এখন বিশ্ব পর্যটনের মানচিত্রে!* 🇮🇳✨ ২০২৩–২৪ সালে পশ্চিমবঙ্গ উঠে এসেছে ভারতের বিদেশি পর্যটকদের ৩য় পছন্দের গন্তব্য হিসেবে। মোট ৩২ লক্ষ বিদেশি পর্যটক, যা ভারতের আন্তর্জাতিক আগমনের প্রায় ১৫%। আর ২০২৫-এর প্রথম ৬ মাসেই বাংলায় এসেছে ২৭.১১ লক্ষ বিদেশি — যা আগামীর জন্য এক বড় ইঙ্গিত। 🎯 *কেন এই উত্থান?* ✅ কলকাতার দুর্গাপূজা — UNESCO স্বীকৃত, আন্তর্জাতিক পর্যটনের মূল আকর্ষণ। ✅ ইউরোপ, কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া, UK, স্পেন থেকে এসেছে প্রায় ৯০% বিদেশি, ✅ বাংলাদেশ থেকেও এসেছে ১.৮ লাখের বেশি পর্যটক। 🗺️ বাংলার অফার এখন আরও বৈচিত্র্যময়: 🏔️ পাহাড়ের নীরবতা — দার্জিলিং, কুর্সিয়াং, কালিম্পং 🌊 সমুদ্রের টান — দীঘা, তাজপুর, সুন্দরবন, নতুন জগন্নাথ মন্দির 🌳 লোকশিল্প আর জঙ্গল-পাহাড় — বাঁকুড়া, পুরুলিয়া, আয়োধ্যা পাহাড় আজকের বাংলা শুধু প্যান্ডাল আর প্রসাদ নয় — 🌟 এটা এক পরিপূর্ণ সাংস্কৃতিক ও ভ্রমণ অভিজ্ঞতা। 📣 বিদেশিরা আসছেন মানুষের হাসিমুখ, খাবারের স্বাদ, লোকশিল্প, আর প্রাণের উৎসব উপভোগ করতে। এই হোক বাংলার আসল ব্র্যান্ডিং — শিল্প, উৎসব, আতিথেয়তা — সব মিলে বাংলা আজ গ্লোবাল ডেস্টিনেশন। 🌍🌺 https://whatsapp.com/channel/0029Va8YVd2GOj9rEfHO3d2Q
Image from সবুজ বার্তা: 🌍 *বাংলা এখন বিশ্ব পর্যটনের মানচিত্রে!* 🇮🇳✨  ২০২৩–২৪ সালে পশ্চিমবঙ্...
❤️ 👍 🙏 🇮🇳 13

Comments