
BRAC
May 26, 2025 at 06:50 AM
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন করেছে, যা আমাদের গুণগত মান বজায় রাখা ও নিরবচ্ছিন্ন উন্নয়নের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষিজ ফলন বৃদ্ধি ও ফসল পরবর্তী ক্ষয় হ্রাস করা ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের মূল লক্ষ্য। বাংলাদেশজুড়ে ২২টি উৎপাদন কেন্দ্র এবং প্রায় ১১ হাজার চুক্তিবদ্ধ অংশীদার (কন্ট্রাক্ট) কৃষকের সহযোগিতায় আমরা দক্ষ কৃষিবিদ ও স্বতন্ত্র মান নিয়ন্ত্রণ দলের মাধ্যমে উচ্চমানের বীজ উৎপাদন নিশ্চিত করি। আমাদের গবেষণাভিত্তিক কার্যক্রম এমন সহনশীল ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনে নিবেদিত, যা কৃষক ও ভোক্তা উভয়ের চাহিদা পূরণে সহায়ক।
এই অর্জন আমাদের পরিচালনগত উৎকর্ষতা বজায় রাখার পাশাপাশি কৃষি খাতে আস্থা তৈরি করতে নিরবচ্ছিন্ন প্রচেষ্টার প্রতিফলন।

❤️
👍
❤
😮
💞
😂
😢
👌
❤🩹
🌹
420