THE PEAKY HEALERS: Newsfeeds
THE PEAKY HEALERS: Newsfeeds
June 21, 2025 at 06:29 AM
৯-ই আগস্ট ২০২৪ অন্যান্য দিনের মতন এই দিনেও আমরা সবাই যে যার নিজের কাজ সেরে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে নানা দুশ্চিন্তা মাথায় নিয়ে ঘুমিয়ে পড়ি। ব্যস্ত জীবন। পরের দিন উঠে কাজে যেতে হবে, কাউকে স্কুল, কাউকে কলেজ। কিন্তু একটি মেয়ে, এক বীর কন্যা ডাক্তার, তার সহকর্মীদের সাথে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিতে গেলো। তবে তার আর ফিরে আসা হলো না। না এটা কোনো অস্বাভাবাহিক মৃ*ত্যু নয়। বরং তাকে জন্মের মতন চুপ করিয়ে দেওয়া হলো। আর তার আগে? তার ওপর নির্মম অত্যাচার করা হলো যেটা কলকাতা তথা বিশ্বের কোনো প্রান্তে কোনো কর্মসংস্থানে এমন ঘটনা ঘটেছে বলে ইতিহাস তার সাক্ষী ছিল না। আজ প্রায় ৩১৪ দিন কেটে গেলেও সেই বীর কন্যার বিচার মেলেনি। রাস্তায় মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে, গোটা বিশ্ব তার জন্যে গলার আওয়াজ মিলিয়েছে কিন্তু তবুও বিচার পায়নি। তার কারণ আমাদের বিচার ব্যবস্থা এতটাই... সবার কথা ভাবে তো আর কী! আমরা দেখেছি প্রমাণ লোপাটের চেষ্টায় কত কিছু করা হলো। আমরা দেখেছি কেন্দ্রীয় সংস্থা তদত করতে এসে ঠিক কেমন ভাবে ১৮০ ডিগ্রী ঘুরে গেছে। আমরা দেখেছি যে এক সময় রাজনৈতিক ব্যক্তিত্বরা এই নিয়ে প্রতিবাদ করতে করতে কেমন যেন তারা যে যার নিজের ভোট ব্যাঙ্ক গোছাতে ব্যস্ত হয়ে পড়লো। টিভি মিডিয়াও এই নিয়ে তেমন আর কোনো খবর করে না তার কারণ এতে এখন তেমন টিআরপি পাওয়া যাবে না। তবে খারাপ লাগাটা কোন জায়গাটা জানো? সেই বীর কন্যার মা বাবা এবং তার সঙ্গী, এদের কথা ভাবলেই খারাপ লাগে। আমাদের বীর কন্যা যেমন কোনো দোষ করেনি, সেও তো কোনো দোষ করেনি। ৩১৪ দিন পেরিয়ে গেলেও কোনো তদন্ত সংস্থার এখনো সময় হলো না যে যেই চারজন ওই দিন ছিল, সেই চারজন কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার। ৩১৪ দিন পেরিয়ে গেলেও এখনো সিসিটিভি ফুটেজ এনালাইজ করার সময় হলো না (এটা আগের সপ্তাহের খবর)। ৩১৪ দিন পেরিয়ে গেলেও এখনো জানতেই পারলো না যে যারা যারা প্রমাণ লোপাটের চেষ্টা করলো, তারা কেন করলো। ----- আচ্ছা বিরোধী দলের নেতারা কি এই ঘটনার কথা ভুলে গেছে? না ভোলেনি। তাহলে কথা বলছে না কেন আর? সিবিআই দপ্তর কোন সরকার দেখে? সেই সরকার কে চালাচ্ছে? হ্যাঁ ঠিকই ধরেছো। তবে আমরা নিশ্চিত যে আগামী নির্বাচনের আগে মানে ওই ঠিক ২০২৬ এর আগে এই নিয়ে একবার না একবার একটু সুড়সুড়ি দেওয়া হবে সাধারণ মানুষকে। সে উঠুক আবার। কিন্তু আমাদের আন্তরিক অনুরোধ, সেই সময়, অন্তত সেই সময় যেন এই পরিবার বিচার পায়। আমাদের অভয়া যেন বিচার পায়। না তো ধানতলা, বানতলা তারপর হাওড়া, বারাসাত এর মতন ঘটনা ঘটেই যাবে। সরকার বদলাতেই থাকবে। বিচারক এর বাড়ি থেকে কোটি কোটি টাকাও পাওয়া যাবে। তবে তোমার আমার বাড়ির মেয়েরা, মায়েরা আস্তে আস্তে আর বাড়ির বাইরে বেরোতে চাইবে না। এটাই কি আমার বাংলা? Courtesy: https://www.facebook.com/share/p/16C317u5B3/
Image from THE PEAKY HEALERS: Newsfeeds: ৯-ই আগস্ট ২০২৪  অন্যান্য দিনের মতন এই দিনেও আমরা সবাই যে যার নিজের কাজ...
🙏 1

Comments