
Prothom Alo Entertainment
May 26, 2025 at 12:38 PM
পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে গত শনিবার রাতে কান উৎসবের পর্দা নেমেছে। মূল প্রতিযোগিতা বিভাগে এবারও ছিলেন হেভিওয়েট নির্মাতারা। কিন্তু সবাইকে চমকে দিয়ে শেষ পর্যন্ত স্বর্ণপাম জিতল ইরানি নির্মাতা জাফর পানাহির ছবি। এবারের উৎসবে প্রথমবারের মতো পুরস্কার জিতেছেন ইরাকি কোনো নির্মাতা, স্বল্পদৈর্ঘ্যে সেরা হয়েছে ফিলিস্তিনি সিনেমা। সব মিলিয়ে এবারের কান উৎসব যেন মধ্যপ্রাচ্যের সিনেমার জয়গান।
https://www.prothomalo.com/entertainment/world-cinema/7ob2flu4jl

👍
❤️
😂
😮
😢
🙏
148