
Mufti Rasheed Ahmad Qubbadee Nadwi
June 20, 2025 at 07:59 AM
আমাদের অবস্থান: নিরপেক্ষতা ও ন্যায়বিচারের পক্ষে।
জানানো যাচ্ছে যে, আমরা ইসরায়েলের সমর্থক নই এবং ইরানেরও উকিল নই। আমরা কেবল সত্য ও মজলুমদের (নির্যাতিতদের) সঙ্গী এবং জালিমের (অত্যাচারীর) বিরোধী। বন্ধুদের প্রশ্ন থাকে, "আপনারা ইসরায়েলের ধ্বংস দেখে খুশি হন, কিন্তু ইরানের ক্ষতিতে তেমন দুঃখিত হন না। এটা কি আপনাদের দ্বিমুখী নীতি নয়?"
না! এটা দ্বিমুখী নীতি নয়, বরং কুরআন মাজিদের আয়াতের একটি মর্মার্থ। আল্লাহ তায়ালা বলেন:
> "আর আমরা কিছু জালিমকে অন্যদের উপর চাপিয়ে দেই তাদেরই কৃতকর্মের ফলস্বরূপ।" (সূরা আন'আম: ১২৯)
>
যখন কোনো জাতি জুলুম করে, তখন আল্লাহ তাকে অন্য কোনো জালিমের হাতে শাস্তি দেন – এর মানে এই নয় যে, যে জয়ী হচ্ছে সে সঠিক পথের উপর আছে।
ইসরায়েল ফিলিস্তিনিদের উপর জুলুম করে। ইরানের হাতে তাদের ধ্বংস দেখে আমরা খুশি হই এই ভেবে যে মজলুমের আর্তনাদ শোনা হয়েছে। কিন্তু ইসরায়েলের যে কোনো শত্রু আমাদের হিরো হতে পারে না। আমরা আমেরিকাকে শত্রু মনে করি এবং রাশিয়া আমেরিকার শত্রু; কিন্তু এর মানে এই নয় যে রাশিয়া আমাদের হিরো।
ইরানও উম্মাহর মধ্যে বিভেদ, ফিতনা এবং রক্তপাত ঘটিয়েছে – তা সিরিয়া হোক, ইরাক হোক বা ইয়েমেন হোক। বিশেষ করে সিরিয়ায় লাখ লাখ মুসলমানের গণহত্যা ঘটিয়েছে।
আমাদের মাপকাঠি স্লোগান নয়, বরং কাজ।
* আমরা জুলুমের বিরুদ্ধে – তা যে কেউই করুক না কেন।
* আমরা মজলুমের সাথে – সে যেখানেই থাকুক না কেন।