
Mufti Rasheed Ahmad Qubbadee Nadwi
June 20, 2025 at 03:48 PM
ইসরায়েলি গণমাধ্যমের দাবি: ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রে ছিল ২৬টি ছোট বোমা
ইসরায়েলি গণমাধ্যম সম্প্রতি একটি ছবি প্রকাশ করেছে, যা তাদের দাবি অনুযায়ী ইরানের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্রের অংশ। গত হামলাগুলোতে ইসরায়েলের দিকে ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করেছিল, এটি সেগুলোরই একটি বলে জানানো হয়েছে।
প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেড বা বিস্ফোরক অংশে ২৬টি ছোট ছোট বোমা (submunitions) রয়েছে, যা ছড়ানো-ছিটানো (cluster warhead) প্রকৃতির। যদি এই দাবি সত্যি হয়, তাহলে এর অর্থ হলো একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেটি ২৬টি ছোট ছোট বোমা ছড়িয়ে দিতে সক্ষম।
