
M.N Qasmi
May 25, 2025 at 06:16 AM
*সালাতুল হাজাত কাকে বলে? হাজতের নামাজ পড়ার পদ্ধতি*
*সালাতুল হাজত’ নামে কোন নামায আছে কি? থাকলে পড়ার নিয়ম কী?*
প্রিয় পাঠক! আজকে আমরা সালাতুল হাজাত কাকে বলে? হাজতের নামাজ পড়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
নিজের বা অন্য কারুর জন্য যে কোন জায়েজ প্রয়োজন পূর্ণ হবার জন্য যে নামায পড়া হয় সেটাকেই সালাতুল হাজত বা প্রয়োজন পূর্ণের নামায” বলা হয়।
👉নিচের হাদীসে বিস্তারিত উদ্ধৃত দেওয়া হয়েছে:
আবদুল্লাহ ইবনু আবী আওফা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
যে ব্যক্তির আল্লাহ তা’আলার কাছে অথবা কোন আদম সন্তানের কাছে কোন প্রয়োজন রয়েছে সে যেন
প্রথমে উত্তমরূপে ওযু করে, তারপর দুই রাকাত (নফল) নামায আদায় করে,
তারপর আল্লাহ তা’আলার হাম্দ বা প্রশংসা করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরূদ ও সালাম পাঠ করে,
তারপর দু’আ পাঠ করবে।
*অর্থ:* “আল্লাহ ছাড়া কোন ইলাহ (মাবুদ, উপাসনার যোগ্য) নেই, তিনি ধৈর্যশীল ও মহামহিম।
আরশের মালিক মহান আল্লাহ তা’আলা খুবই পবিত্র। সকল প্রশংসা সারা বিশ্বের প্রতিপালক আল্লাহ তা’আলার জন্য।
(হে আল্লাহ!) আমি তোমার নিকট তোমার রহমত লাভের উপায়সমূহ, তোমার ক্ষমা লাভের কঠিন ওয়াদা, প্রত্যেক ভাল কাজের ঐশ্বর্য এবং সকল খারাপ কাজ হতে নিরাপত্তা চাইছি।
*আরো বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন* 👇🏿👇🏿👇🏿
*লিংক:* https://mnqasmi.com/bn/salatul-hajat-2025/