
Six6s - Bangladesh
May 25, 2025 at 09:22 AM
আইসিসি ঘোষণা করেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২৫-এর ম্যাচ অফিসিয়ালদের নাম। ১১–১৫ জুন লর্ডসে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন ক্রিস গ্যাফানে ও রিচার্ড ইলিংওয়ার্থ। টিভি আম্পায়ার রিচার্ড কেটলবোরো, চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন নীতিন মেনন (প্রথমবার), এবং ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। ইলিংওয়ার্থ হতে যাচ্ছেন তিনটি ডব্লিউটিসি ফাইনালে দায়িত্বপালনকারী প্রথম আম্পায়ার।
❤️Six6s ⚡️এর অংশ হোন আজই 🔣সাইন আপ (https://six6s.social/6s/tgbdt)ও অ্যাপ ইনস্টল (https://six6s.cc/bd/bn/app-download) করুন!
