Six6s - Bangladesh
Six6s - Bangladesh
May 26, 2025 at 07:12 AM
চেন্নাই সুপার কিংস গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রানের পাহাড় গড়ে ৮৩ রানের বিশাল জয় তুলে নেয়। এই জয়ের মাধ্যমে তারা আইপিএলের চলতি আসরে নিজেদের অভিযান শেষ করল। তবে ম্যাচ শেষ হলেও এক প্রশ্নের উত্তর মেলেনি—এটাই কি ছিল এমএস ধোনির শেষ ম্যাচ? অবসরের গুঞ্জন নিয়ে সমর্থকদের মাঝে এখনও জল্পনা চলছে। চলতি মৌসুমে ব্যর্থতার পর শেষ ম্যাচে জয়ই ছিল চেন্নাই ভক্তদের একমাত্র চাওয়া, আর ধোনির দল সেটাই উপহার দিল বিদায়ী দিনে। ❤️Six6s ⚡️এর অংশ হোন আজই 🔣সাইন আপ (https://six6s.social/6s/tgbdt)ও অ্যাপ ইনস্টল (https://six6s.cc/bd/bn/app-download) করুন!
Image from Six6s - Bangladesh: চেন্নাই সুপার কিংস গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দ...

Comments