Six6s - Bangladesh
Six6s - Bangladesh
May 28, 2025 at 09:27 AM
জিতেশের বিস্ফোরক ইনিংসে শীর্ষ দুইয়ে আরসিবি লখনউয়ের ২২৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বিপর্যয়ের মুখেও নেতৃত্বের দায়িত্বে জ্বলে উঠলেন জিতেশ শর্মা। ৩৩ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংসে আরসিবিকে ৮ বল ও ৬ উইকেট হাতে রেখে জেতান তিনি। ফিল সল্ট ও কোহলির ঝড়ো শুরুর পর মায়াঙ্ক আগারওয়ালকে সঙ্গে নিয়ে ম্যাচ শেষ করেন জিতেশ। এর আগে ঋষভ পন্থ ৬১ বলে ১১৮ রানের ঝকঝকে ইনিংসে আলো ছড়ান লখনউয়ের হয়ে। তবুও জিতেশের জবাবে ছাপিয়ে যায় সব কিছু। ৯ বছর পর শীর্ষ দুইয়ে থেকে প্লে-অফে আরসিবি, ২৯ মে কোয়ালিফায়ারে মুখোমুখি পাঞ্জাব কিংস। ❤️Six6s ⚡️এর অংশ হোন আজই 🔣সাইন আপ (https://six6s.social/6s/tgbdt)ও অ্যাপ ইনস্টল (https://six6s.cc/bd/bn/app-download) করুন!
Image from Six6s - Bangladesh: জিতেশের বিস্ফোরক ইনিংসে শীর্ষ দুইয়ে আরসিবি লখনউয়ের ২২৭ রানের বিশাল লক্...

Comments